T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় ড: রাখীবৃতা বিশ্বাস
			এলোমেলো
ঠিক কত টা ভালো থাকতে চান?
ইয়েস, আপনাকেই বলছি!
ঠিক কতটা ভালো থাকতে চান?
সামান্য?...না অনেকখানি ??
বিবেকহীন পারবেন হতে?
মনুষ্যত্বের দিন জলাঞ্জলি!
এই সমাজের মানদন্ডে,
বোধের বিসর্জনই এখন ভালো থাকার সমানুপাতিক!!!
অ্যাবসলিউটলি পারফেক্ট,
বেস্ট ট্রিক...ওয়ান অ্যান্ড ওনলি।
অনেক টা দূর এগোতে চাইছেন?
কিম্বা এক লহমায় ছুঁতে চাইছেন উন্নতির শিখর?
যোগ্য কে অযোগ্যের তকমা এঁটে দিন!
সততাকে করুন হনন!
বাঁকা পথই সুগম এখন...
পরিশ্রম আর মেধা ?
ওসব মান্ধাতার আমলে ছিল কাজের,
এখন অভিধানে পরে থাকা বুলি,
লাইফ থেকে করে দিন ডিলিট ...
যত্ত সব অ্যাবসার্ড...অবসলিট !!!
 
এখন টিকে থাকতে গেলে,
আপনাকে শিখতেই হবে ছক,
ভুলে যান অর্জিত সব জ্ঞান,
একসময়ের একমাত্র সম্বল।
ইমোশনাল মানেই ভেরি ফুলিশ!
শিঁকেয় রাখুন তুলে, আব্বুলিশ।
অনুভূতিকেও ষোল লাইনেই বাঁধুন,
তবেই হবে কবিতা, পাবলিশড ...
আদার ওয়াইস রিজেক্টেড,
আন্ অ্যাকম্প্লিশড !!!
 
চিন্তা ভাবনা বন্ধ করুন,
বিশ্লেষণের নেই কোনো প্রয়োজন।
চোখেতে থাকুন পড়ে ঠুলি,
মুখেতে তোষামোদের ব্রজবুলি ...
থাকতে শিখুন সততই নিশ্চুপ,
শিরদাঁড়াতে যত ধরবে ঘুন ...
পুরস্কৃত হবেন ততো,
অযোগ্য হলেও বা শত,
সমাদৃত হবেই আপনার গুণ !!!
এমনই রোজনামচা
ছড়িয়ে রয়েছে কত শত,
এলোমেলো এই জীবনে,
পথচলা তবু অবিরত...
সবাই কি পারে এমন হতে?
সবাই এমন চায় না থাকতে ভালো!!!
কেউ কেউ যে বড্ড ব্যতিক্রমী...
বাঁচার জন্য এগিয়ে দেয় আলো!
নিজের ভুলে, পরের করে ভালো...
হাতে গোনা কয়েকজনই এমন,
এলোমেলো, হয়তো বা অনামী।
জেনো তারাই সত্যিকারের মানুষ,
অনেক অনেক অনেক বেশী দামী।।
						
			
		 
	
0 Comments.