T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় জয়দীপ লাহিড়ী
			মিসেল ও ঠিকানা
বেশ লাগছে জানো, এইযে তুমি আমার সামনেই হাসছ, কাঁদছ, কখনও অবাক হচ্ছ, অথচ কিছুতেই মনে করতে পারছ না আমাকে! আমিও সেই কবেই যে তোমাকে এইভাবে দেখেছি মনে করতে পারছি না। অথচ আমার মনে আছে নিরন্তর হেঁটে যাওয়া, লুকিয়ে থাকা, আঘাত করা, গেরিলা যুদ্ধ, পুলিশের হাত থেকে পালিয়ে বেড়ানো, সব...সব মনে আছে।
সমস্ত দায় শেষে, বিকেলের একটু পরেই, যদি তোমরা চামড়ায় পাক ধরাকে বিকেল বল, আমার মনে পড়ল...মিসেল, আমাদের একটা ঠিকানা থাকা উচিত ছিল!
নিদেনপক্ষে ফেরার একটা, শুধু একটা উপায়...
সন্ধ্যে পার হয়ে রাত নামার আগেই দেখলাম তোমাকে, যদি তোমরা অন্ধকারকে রাত বল...তুমিও খুঁজে বেড়াচ্ছ কিছু একটা!
কী খুঁজছ মিসেল?
কী খুঁজি আমরা?
খুঁজে পাই কি?
একটা ঠিকানা!
						
			
		 
	
0 Comments.