T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় মলয় বন্দ্যোপাধ্যায়
			অচিন্তনীয়
যেখানে কাশ ছুঁয়েছে আকাশ
যেখানে রোদ নরম আলো
যেখানে বাতাস বৃষ্টি সোঁদা
সেখানে নরম কলমি ফুল
নীলচে আভা সেখানে খুঁজি আজকে তোমার আগমনি
কেমন তোমার রূপের আলো
অজানা ও অচিন্তনীয়
তাই দিয়েছি জলের দাগ
মন্ডলে ও কাশের বনে
চামর হয়ে দুলছে শরত
তোমার পুণ্য স্তবগানে
লাল করবী পদ্ম জবা
দ্রোণের মতো অপাংতেয়
আমার পূজার নৈবিদ্য এই
যৎকিঞ্চিৎ ভালোবাসা
জন্ম জন্ম তোমার সেবা।
						
			
		 
	
0 Comments.