T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় শীতল বিশ্বাস
			অবশেষে
অবশেষে এলে
অনেকদিন মুছে দিয়েছ ফেসবুক
হোয়াটস্অ্যাপ্ ,মাধ্যমের কানাকড়ি ফোন-
তাতেও নো রিপ্লাই, তবুও এলে
বিষণ্ণ বিকেলে
একরাশ মনখারাপের রজনীগন্ধার সাথে
সাদা কাপড়ে মোড়া,
সাদা ভালবাসতে বলে
সব্বাই আজ সাদা পরেছে
তুমিই কেবল দেখতে পেলে না--
						
			
		 
	
0 Comments.