T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় শিবেশ মুখোপাধ্যায়
			সমর্পিতা
তুমি আমার স্বপ্নে দেখা সেই মানুষ, যার কাছে নিজেকে
সমর্পণ করেছি।
তাই তোমার উন্নতি
আমার আনন্দের উৎস।
আমার ভালোলাগার
সব উপাদান,সব উপকরণ
তোমার মধ্যেই আছে
শুধু সময়ের অপেক্ষা।
------ সেদিন, এই কথাগুলোই
বলেছিল নন্দিতা।
শুধু টাকার অভাবে
বিদেশে পড়তে যাওয়া ভেস্তে
যাচ্ছিল পলাশের।
মেধাবী ছাত্র পলাশ
শুধু টাকার অভাবে উচ্চশিক্ষায়
বঞ্চিত হবে, এমনটা-
মেনে নিতে পারেনি,নন্দিতা।
বিয়ের জন্য রাখা সমস্ত গহনা
পলাশকে দিয়ে বলেছিল -
"জয়ী হও। "
তোমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ।
কোনকিছুর জন্য তোমাকে ছোট
হতে দেবনা। তুমি আমার অহংকার।
বিদেশ থেকে শুধু ডিগ্রি নয়
সঙ্গে নিয়ে আসে পলাশ
সোনালী চুলের ধূসর নয়না
এক বিদেশিনীকে।
যেন বাই ওয়ান, গেট ওয়ান ফ্রী।
আর নন্দিনী??
পলাশের অপেক্ষায় দিন গুনতে গুনতে, একদিন --
আঙুলের সব কড় গুলি শেষ করে,শুধু অবিশ্বাস বঞ্চনা আর
হতাশাকে সঙ্গী করে
চেয়ে থাকে --
নতুন ভোরের প্রত্যাশায়।
						
			
		 
	
0 Comments.