T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় হরিৎ বন্দ্যোপাধ্যায়
			জলাধার
সাদা পাতায় মেঘ লিখি
লিখি ঝড়
একটু পরে কলমের মুখ দিয়ে বৃষ্টিও ঝরে
তারপর তাদের সে কী আদর
একটু পরে সাদা পাতার ওপর দিয়ে
যখন সবুজ নদী বয়ে যায়
তখন তো যে যার নিজের ছাদের নীচে
আমরাই শুধু দল বেঁধে মাঠে নামতে পারি না
তাই চারপাশে এতো জলাধার।
						
			
		 
	
0 Comments.