T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় অভ্রনিলয় বসু
			নির্জন দুপুরে
বড্ড ভালোবাসতে ইচ্ছে হয়
গাছের ছায়ায় বসে
নির্জন দুপুরে , ঠিক যেমন
দুজনে বসে সময় কাটায়
চেনা কথাগুলোই বারবার বলা
চেনা ঠোঁটে লুকোনো উষ্ণতা খোঁজা
চেনা গন্ধ গায়ে মাখা
ফুল হয়ে ঝরে গিয়েছি আজ
কেউ বইয়ের ভেতরে ভালোবেসে রাখেনি ।।
						
			
		 
	
0 Comments.