Tue 04 November 2025
Cluster Coding Blog

T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় ইব্রাহিম সিকদার

maro news
T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় ইব্রাহিম সিকদার

মুখোমুখি

আমার মুখোমুখি আমি নিজেই দাঁড়াই প্রশ্ন বানে নিজেকে ভাসাই কখনো মিষ্টি করে প্রশ্ন করি কখনো আবার রূঢ় অবস্থায় ! আমি প্রশ্ন করি কেন এমন নির্লিপ্ত মন, কেন এমন করে থাকো তুমি নিশ্চুপ আছে কি তার কোন সঠিক কারণ ? কেন তুমি হারো বারবার তবুও নিজেকে হারাতে চাও না লোভনীয় পাশ্চাত্যে; যেমন হারিয়েছিল মধুসূদন ! কেন তুমি অনিয়মের মাঝে নিয়মে চলো বিরামহীন এই অগ্রাহ্যে ? তোমার পিছেনে যাঁরা ছিলো তারা হনহন করে সামনে যায়, করে কতশত অনিয়ম ! কেন তুমি মধুবর্ষী হয়ে ফুলের সাথে করো না আলিঙ্গন, কেন তোমার শোনতে হয় অপ্রাণ অপ্রেমের গুঞ্জন ? কেন তুমি আঁধারে খুঁজো না পথ ? কতজন আঁধারে চলার করেছে শপথ ; চলতে চলতে সে চলে গেছে থইথই করা সমুদ্র সৈকত ! আর তুমি জোছনায় হেঁটে পাড়ি দিতে চাও সামান্য কিছু পথ ! কেন তুমি এখনো ভিতরে লালন করো এক পবিত্র সমন? চারিদিকে ছুটছে যখন অপবিত্র মনন !
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register