T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় উত্তম চৌধুরী
দানাশস্যগুলি
খোলা চোখ, মন খুলে পড়ো।
হৃদয়ের স্বরবর্ণ দ্যাখো,
মননের উষ্মবর্ণ লিপি।
ছিপি খুলে দিয়েছি বোধের।
রোদের শরীর ধরে নামে
গাঢ় মন, প্রত্যয়িত মুখ।
প্রতিটি মুহূর্ত ধরে রাখি
লেখনীর গভীর ছোঁয়ায়।
সৃজনের দীর্ঘ আঙিনায়
বেড়ে ওঠে দানাশস্যগুলি।
0 Comments.