Sun 02 November 2025
Cluster Coding Blog

T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় শমীক জয় সেনগুপ্ত

maro news
T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় শমীক জয় সেনগুপ্ত

এই জন্মেই

পরের জন্মে কি হবে কে বলতে পারে? এই জন্মেই একসঙ্গে বয়স হবে আয়ুনদীর তিরতিরে সব স্রোতের ওপর অভিমান আর অনুযোগের বালি ঠেলে ছোট্ট একটা স্বপ্ন সাঁকো- ট্রেন চলবে, দুলকি চালে লভ এক্সপ্রেস বাড়লে বয়স স্বভাব তখন স্বয়ংক্রিয় লুকোছাপার গল্প কিন্তু মানবো না আর একসঙ্গে জয়ন্তীতে নুড়ির ওপর জ্যোৎস্নারাতে ঝিঁঝিঁর ডাকে গা ভাসাবো। দূরের থেকে তক্ষকটা ডাকবে, ডাকুক। আমরা যখন ঠোঁটের ওপর ছোঁয়াবো ঠোঁট কাঁচের ওপর চাঁদের আলোয় ছুটলে নদী আচমনে শুদ্ধ করবো প্রেমের ভাষা পরের জন্ম বলে যদি কিছু থাকে, (থাকতে পারে!) সে সব তো আর মানি না খুব- এইটুকু যা, এই জন্মেই আমার প্রেমে মজনু হয়ো আমিও তোমার পুরুষ হব এক জীবনের। তারপর যা হবার তা তো ভবিতব্য ফের যদি ওই জঙ্গলে যাই নিধুবনে হারিয়ে যাব অন্ধকারের জোনাক শিখায় খেই হারাবো পরস্পরের চোখের কোণে পরের জন্ম সত্যি হলে, বুঝলে মশাই! আবার কিন্তু ট্রেক করবো পাথর বুকে আঁচড় কাটবো, কেটেই খুব আদর করবো আদুরে রাত লেপচাকা গাঁয়ে ঘুম বোলাবে বৃষ্টি হবে, হতেই হবে টিনের চালে। বিস্বাদ ওই থুপ্পা দিয়েই হুইস্কি খাবো; কার নেশাতে মাতাল হবো - মদ না তোমার? সে সব কথা লিখবে কোন ভ্রষ্ট তারা। জন্মান্তর যা ঘটাবে আজগুবিতে এই জন্মেই চাই আমি তা বেঁচে নিতে কে জানে, ফের কুয়াশারা ঢাকলে চূড়া মেঘবিষাদী মনগালিচায় ঝোঁকের হাওয়া একটা জীবন কেবল দেখি মিথ্যে হবে ত্রিফল নদী, শালবন আর দণ্ডিপথে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register