Sat 01 November 2025
Cluster Coding Blog

T3 || লক্ষ্মী এলো ঘরে || 26য় শীতল বিশ্বাস

maro news
T3 || লক্ষ্মী এলো ঘরে || 26য় শীতল বিশ্বাস

কোজাগরী

-অষ্টকোটি রোগ আমার।মরণ হয়না কেন? বীথিকা গজগজ করে। -চুপ করবে তুমি?মশারিটা গোঁজো ভালকরে। -হেঁটোয় বাত।পা মুড়তে পারিনা।তাও আমাকে--।তুমি কি লাটের ব্যাটা? -আমি লাট সাহেব হলে তুমি তো লাটগিন্নী।একেবারে লটরপটর। -বাঁজা বকবে না বলে দিলাম।হ্যাঁ-- -সত্যি কথাটা নিতে পারলে না।সত্যিটা কিন্তু সত্যিই। -সত্যি মানে কি সত্যি? -ছোকরা বয়েসে আমার সব মিথ্যেই ছিল তোমার কাছে সত্যি। বুড়ো,বুড়ি কিছুক্ষণ চুপ। -শুনছো,বলি শুনছো? -আবার কি হল?শিশির বলে। -চল না একবার উঠোনে দাঁড়াই। -কেন? -আজ কোজাগরী।তোমার সাথে কত্তোবছর আগে আজকের দিনে আমার দেখা হয়েছিল। -দেখ বীথি,চাঁদও আজ গলে গলে পড়ছে সেদিনের মতো-----
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register