- 12
- 0
এসব নিয়ে অনেকেই লিখেছেন, আরো ভালো করে লিখেছেন। তবে আমি সেটুকুই লিখি, যেটুকু বেঁচেছি। ঠিক সেভাবেই যেভাবে হঠাৎ এক সিনিয়র সহকর্মীর ফেসবুক পোস্টে দেখলাম তাঁর স্ত্রী আর ছেলে বছরশেষ উদযাপন করছেন এক বিখ্যাত সত্তরের দশকের গানের সঙ্গে নেচে। নব্বই নিয়েও আমাদের ভাবনা ঠিক এরকমই। অরিজিৎ সিং অনেক বেশি প্রতিভাবান, কিন্তু কুমার শানু, উদিৎ নারায়ণ,শুনতে আজো ইচ্ছে করে। ভেতরটা রিনরিন করে ওঠে আশিকির টাইটেল সং এর আগে গীটার টুকু শুনলেই। আজও আন্তাক্ষরিতে ম দিয়ে গাই "মেরে খোয়াবো মে যো আয়ে", অ্যাংরি ইয়ং ম্যান নায়কের ক্রুদ্ধ চোখজোড়া এখনো আকর্ষণ করে। আসলে এই সব ছোটবেলায় 'নিষিদ্ধ' গান সিনেমা এখনো বিশ্বাস করতে শেখায় যে সব সমস্যা মেটানোর জন্য একদিন "করণ অর্জুন আয়েঙ্গে", বিশ্বাস করায় সোলমেট এর অস্তিত্বে, হ্যাপি এন্ডিং এ(নয়ত পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত), ক্ষমতা রাখে আমাদের ফিরিয়ে নিয়ে যেতে। সেই ছোটবেলায়।
0 Comments.