দাদুর তাকে থাকে মিছরির ডাব্বা।
দাদির তাকে থাকে বেলের মোরব্বা।
আব্বার তাকে থাকে মানি।
মমের তাকে থাকে হানি।
ভারতের সেরা ধনী আম্বানি।
মিষ্টার বিন, বহুতই ফানি।
কর্ণ ছিলেন খুবই দানি।
গীতার অমর বাণী।
শরৎ ঋতুর রানী।
সপ্ত স্বর, সা রে গা মা পা ধা নি......
এ সবই আমি জানি।
জানি না শুধু মূল্য পায় না কেন পিপাসার পানি?
নানীর নয়নে কেন পড়েছে ছানি?
মানুষ কেন করে শয়তানী?
বিজ্ঞানী হয় না কেন সব ডটার এন্ড সানই?
0 Comments.