পূরোনো বই এর পৃষ্ঠা উল্টে দেখি
তাতে এক কোমর জল জমেছে !!
সাতরে পার হওয়ার চেষ্টায় ডুবসাতার দিতে থাকি-
শাপলার মতো কিছু আগাছা
ভীড় করে আসে সমস্ত গতিপথ জুড়ে
যত গভীরে যাই,
স্নিগ্ধতার ল্যাভেন্ডার গন্ধে বাসা বাঁধে কালো ধোঁয়া
বিষাদের রঙ কি এতই তীব্র হয় ?
সেই তীব্রতর স্পর্শ দমনের চেষ্টা চলে ;
যেভাবে লাঙল দিয়ে পুরোনো মাটি উপড়ে
বহিরাগত বীজ বপনের চেষ্টা চলে
নতুন কিছু পাওয়ার আশায় !!
কিংবা
যেমন ভাবে সদ্য বেকড কেক এসেন্স জাগায়
বছর শেষের শহুরে আমেজে -
0 Comments.