Sun 26 October 2025
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় রাজু কর্মকার

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় রাজু কর্মকার

শ্রেয়সী শীত

উৎসবের শরত পেরিয়ে, হেমন্তের আলতো ছোঁয়া নিয়ে , এবার মাতবো শীতে । কুয়াশার চাদর তুলে, ঘাসের ওপর মুক্ত দুলে চতুর্দিক ভরবে নৃত্য গীতে !
সৌরভ মরসুমী ফুল_ফল--- কমলা, আপেল, কুল । মাঠ ভরবে মটর-খেসারিতে । খেঁজুর গুড়ের ঘ্রাণ, ভরাবে মন আর প্রাণ ! মজে যাবো পিঠে পুলিতে ।
ফুরোবে পান্তা আনতে নুন_সবজির বাজারে নিভবে আগুন ! মন ভরে যত পারো খাও । আলু, কপি, বরবটি _বিট, গাজর, কড়াই শুটি, পটল, মুলো, লাউ ।
লভিতে ওম আর উষ্ণতা_গায়ে জড়াবো লেপ-কাঁথা ! আপন হবে সোয়েটার-চাদর । রোগ ব্যাধি জানি কম হবে_হয়তো হাত পা ফেটে যাবে, শীতের ক্রিমের বাড়বে কদর ।
নবান্ন,বড়দিন,পৌষ পার্বন _ সাথে ভ্রমণ আর বনভোজন । সার্কাস আর নানান মেলা । খেয়ে শান্তি,ঘুরেও মজা_রবেনা জটিল রোগের সাজা ! স্নানেই যা একটু ঝামেলা !
তবে ভাবো তাদের কথা, শীতে যাদের জোটেনা কাঁথা , হতভাগ্য আশ্রয়হীন যারা ! কর্তব্য তাদের পাশে দাঁড়ানো, নতুন বস্ত্র কিম্বা পুরোনো ! শীত থেকে বাঁচুক ওরা ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register