Sat 25 October 2025
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় উজ্জ্বল কুমার মল্লিক

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় উজ্জ্বল কুমার মল্লিক

১| প্রস্তুত

আমার সকাল হয় সূর্য ওঠার আগে, আমার শুরু দিন-যাপনের গ্লানি মাঝে, আমার দিন কাটে মনো-ব্যাথা সহে সহে, আমার মন ভারি, তবু রই হাসি-মুখে। আমার আমিকে নিয়ে সদা আছি ব্যাকুল, আমার আড়ালে তুমি রও, হেসে আকুল।
দিনান্তে, অবসন্ন অন্তরে খুঁজি তোমাকে, শুনি বাঁশরী তোমার, প্রস্তুত চির- ঘুমে।

২| ভাগ্য লিখন

ঐক্য, বাক্য, মাণিক্য, শাক্য থেকে চাণক্য, এসেছে আর গেছে এ কলঙ্কিত দেশে। জনতার অদৃষ্টে পদাঘাত-ই জোটে নিজ কপাল দোষে।
নেতার আগমন জাগায় অনুক্ষন শুভ পরিবর্তন। কিন্তু হায়! হতাশা করে গ্রাস অচিরে; আশার মরূদ্যান হয় যে অবাস্তব:
বিলীন অবশেষে শ্রান্তির পথ বেয়ে নিমেষে, মনোরম মৃগতৃষ্ঞিকা রূপে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register