রাতের চেয়ে গভীর হলো রাত ভীষণ এই শীতে
শীতলতম ঘুমের ঘোরে নীরব থাকে শহর।
লেপের ভিতর আলসেমি তাপ জমতে থাকে ফ্রীতে
খুচরো কিছু অন্ধকারে কাটতে থাকে প্রহর।।
শরিক তারা ফুটপাতের ঐ আঁকড়ে আছে ধুলো
আকাশ যাদের ছাদ চিরকাল, ভিক্ষা যাদের বৃত্তি।
নেই বড়দিন, নতুন বছর। তুচ্ছ তারিখগুলো।
ভাগ্য যাদের একই থাকে, চিড় ধরে না ভিত্তির।
0 Comments.