Wed 29 October 2025
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় পায়েল শেঠ

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় পায়েল শেঠ

শীতকালীন স্ট্যাটাস আপডেট

সোনাঝুরি শীত আর ঝরে যাওয়া পাতার আদর, গায়ে মাখতে মাখতে সংক্ষিপ্ত কাহিনী লিখছে পার হয়ে যাওয়া অজস্র প্রহর।
কঙ্কালসার অভিমানী শাখা , নিরুত্তাপকে অগ্রাহ্য করে সুনিপুণ ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে বিষাদগ্রস্ত কারুশিল্পী হয়ে..
বিশুষ্ক মাটিতে চাদর বিছিয়ে, অগুনতি নিহত পাতা পায়ের নীচে নির্মাণ ক'রে চলেছে উদ্ভিদের কবর।
ধুলোর পোশাক গায়ে অভিমানী শীতের বিকেল জলশূন্যতায় ভুগছে , মাটি খুঁড়ে তুলে এনেছে বিষাদ অবগাহনের প্রার্থনায়।
কতগুলো পরিযায়ী পাখি, দল বেঁধে এসেছিল অদম্য হবে বলে, সেলফি ক্যামেরার ভিড়ে ওরা হয়ে উঠেছে অজানা গুপ্তচর।
ওদিকে উদ্যান সঙ্গমে ব্যস্ত বর্ণময় ফুলেরা দল পাকায় জালিয়াতি ক'রে বাড়িয়ে তুলবে বলে সৌন্দর্য্য কদর।
অনলাইন অর্ডারের পার্সেল খামের মুদ্রিত ঠিকানা খুঁজছে কিছু যুবক, গৃহস্থে আজ পিঠে- পার্বণ উৎসব।
মানানসই মাস্ক ঢাকা নিউ নর্মাল শীতভ্রমণ পর্যটন কেন্দ্র নিয়ে আর বাছবিচার করে না আজকাল, শুধু নিজের কাছে শীতসম্মত একটাই সতর্কীকরণ ফুসফুসটা যেন সংক্রামিত না হয়...
- ইতি ,
পায়েল শেঠ
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register