Wed 29 October 2025
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় প্রদীপ গুপ্ত

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় প্রদীপ গুপ্ত

চাওয়া

কেন যে এতো চাওয়া - কেন যে - এই যে রোদ্দুর -- সোনারঙা রোদ্দুর দাঁড়ায় এসে দুয়ারে, সে তো চায় না কিছুই। শুধুই বিলিয়ে দিতে জানে নিজেকে, অকাতরে। এই যে রূপসী নদী, দু'পারের ফুটিফাটা মাটির বুকে কি মমতায় সিঞ্চন করে জল ! ঊষর মাটিকে শস্যশ্যামল করাটাই একমাত্র চাওয়া তার। নিজেকে জাহির করে নি কখনও, তার প্রেম শুধুই বিলিয়ে যাওয়া। চাওয়া? সে তো শুধুই আনন্দই তার।
তবুও চাওয়া ফুরোয় না আমার -- আনন্দ চাই, চাই সুখ, স্বাচ্ছন্দ্য চাই, চাই এবং চাই,
সব চাওয়া শেষে পাখি কুলায় ফেরে। তখন শুধুই এক পরম শান্তির অন্ধকার চরাচরে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register