Tue 28 October 2025
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় রাজীব সিংহ

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় রাজীব সিংহ

বড়োদিন

অন্যের বাড়িতে দিনযাপন৷ এই ডিসেম্বর৷ অন্যের পোশাকে আর আড্ডায় ক্লান্তিহীন এই অভিনয়৷ মানুষদের মতো আবেগ আর ভালোবাসা দিয়ে পরিকল্পিত চিকেন রাঁধবার আগে কুচি কুচি পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম পরস্পর ব্যান্ডগানে সুর মেলায়৷ সোফায় বসে বসে আমরা তা দেখি৷ হাতে ধরা ক্যাডবেরি শুকিয়ে গেলে প্রণবেন্দু দাশগুপ্তও তা দেখতেন৷ রাজীব, শুভাশীষ, অনিন্দিতা চৌধুরী বা অন্য কেউ চাইলে তখনই লিখে দিতেন ‘প্রণবেন্দু দাশগুপ্ত-র তাৎক্ষণিক কবিতা’৷ তিন তলার কোণের ক্লাশরুমে অমিয় দেব পড়াতেন তাঁর জলদমন্দ্র স্বরে ওয়র্ডসওয়র্থের দ্য প্রিলিউড৷ দেবজিত সোমা কাকলি ইন্দ্রাণী সেই ছায়াময় দুপুরে গ্রিগর সামসা আর মানববাবুকে লবিতে বসে কফি সহযোগে পাইপ টানতে দেখে স্পেশাল পেপার নিয়ে কথা বলবে বলে এগিয়ে যায়৷ অরুন্ধতীদি থাকলে মহলা দেবার ভঙ্গিতে আয়ত চোখদুটি ভাসিয়ে জানতে চাইতেন গ্যয়থে অথবা আগামেমনন শুধু সাহিত্যমাত্রই কি! পুরনো প্রেমিকার প্রসঙ্গ মানে তো অন্য নারীর প্রতি অগভীর আকর্ষণ৷ যদিও তুমি তো সহ্য করো সবই৷ উপেক্ষা করো সহজেই৷ আজ উৎসব ৷ আজ পিকনিক৷ মেরি ক্রিসমাস ৷৷
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register