বর্ষার মেঘ হয়ে অবিশ্রান্ত ধারায় ঝরবো তৃষিত বক্ষে।
অথবা কোন এক শীতার্ত ভোরে এক মুঠো স্বতেজ
রোদ্দুর এনে দেব।
তোমার হৃদয়ের দোর গোড়ায় তখন হাঁটুগেড়ে বসে
অনন্ত ভালোবাসা। হতেই পারে কোন বিকেলে
সোনালী রোদ্দুর গায়ে মেখে মনের মাঠ জুড়ে শান্ত
কবিতার চাষ।
গোলাপি ঠোঁটের ব্যালকনিতে তখন অপেক্ষার শেষ
লগ্ন। হয়ত হাজার বছর চেপে থাকা ইচ্ছেদের
উপাখ্যান হবে। মনের কোয়ারেন্টাইন ভেদ করে শেষ
লাইন ছুঁয়ে যাবে সাত জন্মের অপেক্ষা।
0 Comments.