আমি কবি
তুমি মানো না মানো
আমিও কবি ।
হয়তো দুটি পংক্তির
মিলন হয় না ছন্দে ।
সমান্তরালে ছুটে চলে
তারা , আজীবন ।
পরস্পরকে স্পর্শের
আকাংখায় ।।
হয় তো মনের ভাব
প্রকাশ হয় না যথাযথ ।
তবু আমি কবি ।
কারণ , আমি নিরলশ
কথা বলি গাছের সাথে ।
ফুলে অথবা চাঁদে
আমি খুঁজি না বিজ্ঞান ।
খুঁজি শুধু তোমাকে ।
ফুলের গায়ে তোমার সুবাস ।
চাঁদের আভায় ? তোমার
চোখের আলো ।।
0 Comments.