চোখ বন্ধ করলে
চোখের সামনে লালচে আকাশ,বিষণ্ণ ছায়ামূর্তি।
ছায়ামূর্তি যে নারীর—
বহুদিন ধরে
পুরনো কোনো প্রাচীরের ধারে
দাঁড়িয়ে সে পোহাচ্ছিল
শীতকালের রোদ
এখন পৌষপার্বণ
বাজারে বাজারে বিক্রি হচ্ছে টুসুমূর্তি
দল বেঁধে মেয়েরা বাজারে আসে,
চালের গুঁড়ো কেনে, টুসুর সাজ কেনে
আর কেনে গুড়...
প্রাচীরের ধারে দাঁড়িয়ে থাকা
মেয়েটির চোখে জল
অনেক দূরে ঝাপসা একটি গ্রাম,
গ্রামের ভেতর টুসুগান
সে দেখতে পায়—
চারিদিকে ভরে যাচ্ছে
ধূসর রঙের আলপনা
এবং পৌষ মাস
0 Comments.