Sun 26 October 2025
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় বিমান পাত্র

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় বিমান পাত্র

মৃত বিবেকের রোজনামচা

এইমাত্র রাস্তার পাশে পড়ে থাকা যে ব্যক্তির লাশ পুলিশ তুলে নিয়ে গেলো , একটু আগেও সে আঁধারঘন চোখে এক খণ্ড আলোর খোঁজে শূন্যে পেতেছিল হাত ৷ তারই পাশ দিয়ে হিমসাগর আম কিনে অফিস থেকে ঘরে ফিরে গেছে কেউ ৷ গোলাপের গন্ধ মেখে প্রজাপতি হয়ে উড়ে গেছে কত শত স্বপ্নভরা রক্তিম হৃদয় ৷ তবু কেউ ফিরেও দেখেনি - পাশে পড়ে থাকা লোকটির ক্ষুদ্র সঞ্চয়- ছিটকে গিয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে হিমশীতল বিবেক ৷ কেউ কান পেতে শুনেনি- তার হৃদয়ের শেষ শব্দের অস্পষ্ট অক্ষরগুলোয় জমাট ছিল প্রতারিত বিশ্বাস অনেক ! তখনও বড় রাস্তার মোড়ে কল্পতরু নেতার ভাষণ সস্তাদরে কুড়িয়ে নিচ্ছে স্তাবকের করতালি I মিডিয়াও টি.আর.পি মেপে চামটা দিয়ে তুলে নেয় চোখা চোখা খবর খালি I অজ্ঞাত পরিচয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা শীতঘুমের সাপের মতোই গুটিসুটি মেরে পড়ে থাকবে আগামী দৈনিকের উপেক্ষিত কোণে ৷ ভোট কাছে নেই বলে মৃতদেহও পরবে না বাঁধা কোন আনুষ্ঠানিক ঋণে । শুধু ফিরে পেতে প্রাপ্য অধিকার- বেশ কিছু হাওয়াই চটি ক্ষয়ে যেতে যেতে রাজপথে লিখে যাবে বিবেকহীন সভ্যতার উলঙ্গ ইতিহাস ! তবু তারপর মাতলার তীর থেকে শ্বাপদের হাতে হাতে ফেরি হবে ষোড়শীর গোলপাতা যৌবন ৷ আঁচড়ে কামড়ে ধূর্ত শেয়াল মিটে গেলে শরীরের আশ খুঁজে নেবে আরামের নিরাপদ গহ্বর । নিভে যাওয়ার আগে বিবর্ণ শুকতারা ম্লান চোখে পড়ে নেবে মানুষ নামের বিবেকহীন জীবের লেখা নীলবিষ কাব্যের রক্তাক্ত অক্ষর ! হয়তো তখনই দেখতে পাবে- রেলপথে পড়ে আছে তরুণের দ্বিখণ্ডিত দেহ ৷ কেউ চেয়ে দেখবে না- সেঁতানো দেশলাই বাক্সের মতো চেনকাটা ব্যাগের থেকে ছড়িয়ে পড়া শিশিরভেজা মার্কশীটে মিশে আছে রোদে পোড়া যন্ত্রণার কত ঘর্মাক্ত নিঃশ্বাস ! তবুও গ্যালন গ্যালন কালির অপচয়ে লেখা হয় কর্মসংস্থানের গালভরা আশ্বাস । টাকার অঙ্কে খিড়কি দোরে বিকোয় চাকরি ৷ উন্নয়নের মোড়কে ঢাকা রঙচঙে সড়কে পড়ে থাকে বিবেকের রক্তহীন লাশ ! তখনও ঘুমের ঘোরে মিলনের অভিনয়ে কোন উষ্ণ বিছানায় ধর্ষিত হবে অনাথ বিশ্বাস ৷ ত্যাগের মাঝে খুঁজবে না কেউ ভালোবাসার গভীরতা ৷ প্রাপ্তি আর তৃপ্তির নিলাজ হিসেবে করবে না কেউ কাউকে এক কণা মাফ ৷ তবুও সকালের গরম চায়ে দেহ ভ'রে হাজার আলোকবর্ষের দূরত্ব নিয়ে পাশাপাশি বসে থাকবে উষ্ণ দুটি কাপ । বাউল কোকিল শীতের রাতেও দেবে শিষ- নির্দয় সময় নীরবে লিখে নেবে বিবেকহীন জীবননাট্যের আর্ত নেমেসিস ! তবুও রথের রশি হাতে রাজার কন্ঠে কত শত রূপকথার বাহারি পশরা ৷ মুখোশের অন্তরালে ষড়রিপু খুঁজে নেবে গোপন ডেরা ৷ সুযোগ পেলেই দেবে ঝাঁপ- হাড়-মাস ছিঁড়ে খাবে সততা-মূল্যবোধ আর বিবেকের নির্বোধ অভিধান ৷ এমন করেই হয়তো মুছে যাবে আহ্নিক গতির সহজিয়া গান ৷ সবুজের ঘ্রাণ গিলে খাবে অদ্ভুত আঁধার ৷ সে দিনও ফুটবে জল , জমাট রক্তের রঙে ধূমায়িত হবে সকালের চা ৷ সে দিনও আমারই মতো কোন কবি রক্তহীন হাতে লিখে যাবে মৃত বিবেকের এক রোজনামচা !
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register