T3 ।। কবিতা পার্বণ ।। 26য় মনিদীপা দাশগুপ্ত
অপ্রকাশিত অভিমান
তোমাকে ভালবাসার একশ এক রকমের
কারন জানি ___
তার মধ্যে মেশানো হয়তো কিছু ছেলেমানুষী,
ঐ যে নিয়ম মেনে বুড়ি ছোঁয়া খেলা।
আসলে নিয়ম মানা নয়
ভাঙার অনুভুতি টাই ভালবাসা।
যেমন ধরো অনেকটা কথা না দিয়েও
__ কথা রাখার মতো।
হঠাৎ যেনো দমকা হাওয়ায়
ছেঁড়া পালে সমুদ্র পাড়ি দেবার মত দুঃসাহস।
ভাসতে যদি হবেই তবে উথাল ঢেউই ভালো,
আর পুড়ব যদি তবে গনগনে অঙ্গারেই পুড়ব।
সন্ধ্যে বেলার মৌতাতটা বড় রঙিন
তাই যতো রাত বাড়ে,
বালিশের কোণ আরো ভিজে যায়
অপ্রাপ্তির সংগ্রামী চোখের জলে।।
0 Comments.