Wed 29 October 2025
Cluster Coding Blog

T3 শেষের কবিতায় মানস চক্রবর্ত্তী

maro news
T3 শেষের কবিতায় মানস চক্রবর্ত্তী

আমি কতদিন ঘুমোইনি

আমি কতদিন হলো ঘুমোইনি এ কি শোকের আকুতি ? না অভিমানের বিহ্বলতা ? যাদের জন্য গরল সেচে মুক্তি আনি তাদের শীতল শীতের মতো শিরশিরানি |
আমি এসব মানিয়ে নিয়েছি জানিয়ে দিয়েছি - আমার শোক বীতশোক | তবুও আমি ঘুমোতে পারি না নিঃশব্দের শব্দেরা মধ্যরাতের মধ্যযাম | মেঘলা দিনে মেঘলা আকাশ আমার কাছে একলা আকাশ | আমার এখন মনে পড়ে বিদায়ের আগে বিদায়ী আদর শিশিরের মতো শিহরিত শিহরণ | আমি জানি না কতটুকু দূরত্ব হলে সবটুকু দূরত্ব মুছে যায় ? আমি এখনও ভুলতে পারিনি অনিন্দিতাকে ছুঁয়ে দেখার দুঃখগুলো | আমি ঘুমোতে পারি না অমল আলোর অমল স্মৃতি আমি ঘুমোতে পারি না |
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register