ভূত, পেত্নীরা নাচছে মাঠে,
হাসতে আছে যে মানা,
তা ধিন, ধিন তা বোল তোলে,
যতেক গরুর ছানা।
ঘাপটি মারো, না নড়েচড়ে
টের-টি যেন না পায়,
ঘাড় মটকে নইলে খাবে,
উপায় পাওয়া ভার।
মরা রাজা, সব হাজা-গজা,
মালসাটে নাড়ে হাত,
ভেলকি লাগে ওদের দেখে,
কখন কে করে মাত।
কেউ ভূত, কেউ কিম্-ভূত
সব ভিন্ন ভিন্ন গোষ্ঠী,
আয়ারাম-গয়ারাম সব,
যতই হাসুক মিষ্টি।
0 Comments.