- 15
- 0
গন্তব্যহীন
নশ্বর স্মৃতির পশরা, কাঠ গোলাপের গন্ধে
ক্রমশঃ স্পষ্ট হয় ভোর
প্রেম জেগে থাকে নিঃশব্দ দহন হয়ে।
কল্পনায় কেউ একজন পায়চারি করে
বুকের ভেতর।
অন্ধকার গাঢ়ো হলে প্রতিনিয়ত
আমি তার পায়ের শব্দে চমকে ওঠি।
হেমন্তের সূর্যোদয় দেখে
প্রেমিক হয়ে ওঠি বারবার
সেই সব সম্ভাবনার বিকেল গ্রাস করে
কোন দিক চিহ্নহীন আগন্তুক।
এখন ও পলাশ ফোঁটে সেই
বার্ধক্য অবয়বে মোড়ানো গাছটায়।
শালিক ডাকা সন্ধ্যা নামে উঠোনা।
শিশির জমে মাধবী লতায়
শুধু আমরা রয়ে গেছি শূন্যস্থান হয়ে।
0 Comments.