- 16
- 0
শিলিগুড়ি বদলে গেল
তুমি জানো সোমা,
এই শহরটাকে যে বড্ড ভালোবাসতাম,
এখানে ছিল সব কাঠের বাড়ি,
গাছে ঘেরা, বাংলোর মতো ছিমছাম,
রাস্তাগুলো ছিল ঠিক কচ্ছপের পিঠের মতো,
মাঝখানটা উঁচু, দুপাশে ঢালু,
একটানা চার-পাঁচদিন বৃষ্টির পরেও,
কোনদিনই কোনও রাস্তায় জল জমেনি,
গোটা শহরটাই ছিল গাছে ঢাকা,
আর এ শহর ছিল রিক্সা-শহর,
সারাদিন শুনতাম রিক্সার প্যাঁ-পোঁ,
গাড়ি ছিল হাতে গোনা কিছু,
বছরে দিন পনেরো ঘুরতো সিলিং ফ্যান,
তারপর....... ঠিক আমার মতোই,
শহরটা কবে যেন বুড়ো হয়ে গেল,
বাংলো বাড়িগুলোতে তৈরি হল ইঁটের জঙ্গল,
ভাঙাচোরা রাস্তায় জমে উঠল কাদার পাহাড়,
খোলা পার্কগুলো বাঁধা পড়ল লোহার রেলিঙে,
শহরে এখন মাথাপিছু দেড়খানা বাইক,
রাস্তায় চব্বিশ ঘন্টা চলেছে বাইকের মিছিল,
সাথে সঙ্গত করছে লাখখানেক টোটো,
এখন বাজারে বেরুতেও খুব ভয় করে,
বাইক-টোটোর মাঝে রাস্তা পার হওয়াই আজ দুঃস্বপ্ন !
বীভৎস গরমে এ শহরে আজ এসির দাপাদাপি,
রিক্সাগুলো সব হারিয়ে গেছে,
দু একটা বেঁচে থাকা কৃষ্ণচূড়ায় আজও ফুল আসে,
কিন্তু ঠিক ডোডোর মতোই,
শেফালীগাছগুলো এ-শহর থেকে বিলুপ্ত,
প্রেমহীন সন্ধ্যেগুলো আজকাল কেটে যায়,
বাইকের ওপরে বসে আড্ডায়,
রোল-চাউমিন-মোমোর ঘোরে,
সত্যিই সোমা, এ শহরে ভালোবাসা মরে গেছে,
আর ঠিক আমার মতোই......
শহরটা আজ একদম বুড়ো হয়ে গেছে।
0 Comments.