- 20
- 0
চাঁদে রূপচর্চা
চাঁদে যদিনা পাওয়া যায় লিপস্টিক
সাত লাফ দিলে মনে পড়বেই ঠিক।
কোথায় রেখেছি মাথার চুলের আটুনি
আমার খাস চাকরানী ঈশ্বরী পাটুনি।
সেই জানে কখন যে খেতে হয় টক
চাঁদেও কি পাওয়া যাবে ধার্মিক বক।
কোথায় আছে এখানে বিউটি পার্লার
কোন কারেন্সীতে পাব সাতনরি হার।
কে গড়েছে এখানে মেয়েদের জিম
সাঁওতালি ঢোল বাজে দ্রিদিম দ্রিদিম।
অভিজাত হতে হলে জানো সব ঢং
সব সমাধান জানে নীল আমস্ট্রং।
0 Comments.