- 18
- 0
সেই মেয়েটির জন্য
সেই মেয়েটির জন্য মায়া লাগে
চোখে-মুখে গান যার বৃষ্টির মত
খেয়া পার হয়ে
দ্রুত পৌঁছে যায়-
ইস্টিশানে
সব্জি মাসির দুটো লেবু দশ দিয়ে
তিনটি কিনে নেয়, ট্রেন আসে তখনই...
ক্ষয়িষ্ণু আভিজাত্যে যার সময়ের পলেস্তারা
কচিকাচা গাছেদের পাতায় লিখছে গান
সেই মেয়েটির জন্য মায়া লাগে
রঙ মাখানো অচেনা ইস্টিশান, জানেনা
পরিচিতরাই এখানে অপরিচিত
আকাশ নেই, ডানা নেই
সে শুধু জানে- মেঘ জমলেই
ভুলে যাওয়া গানের স্বরলিপি
মনে পড়ে যাবে।
0 Comments.