- 18
- 0
বিষণ্নতা
হেমন্ত এসেছে আজ প্রকৃতির বুকে,
ঝরাপাতা টুপটাপ হৃদয় হারিয়ে--
কি জানি কেন যে বুকে অস্থির আবেগ,
মনখানি দূরে চলে দুহাত বাড়িয়ে।
দূরে দূরে দেখি যেন কূয়াশা শহর...
দৃষ্টি হারানো এক বেদনা নামে।
যতদূর চোখ যায় মেঘের ওপারে
বিষণ্নতায় আপ্লুত আকাশ যামে।
ঘরস্থিতু মানুষের বুকে জরা ভরা,
অলসতা জড়ানো সেই সারা দিনমান,
হেমন্তিকা যেন আসে ধীরে, ধীরে, ধীরে,
সতর্ক পা ফেলে সে, প্রাণে দেয় টান।
হৃদয় পর্ণমোচী, অতীত চাঞ্চল্য,
ঘর যেন আলোহীন মরা সে বিকেল।
কূয়াশা ভরানো এক অকূল আঁধার,
উদাসী হাওয়া চলে দুখের বিকেল।
কি জানি কি মনে আসে, অবসাদে ভরা
পারি না বেরিয়ে যেতে কেটে জরাজাল
আঁধারিতে হৃদয়ের দুকূল ভরা,
হেমন্ত কী এল নিয়ে বেদনার কাল?
0 Comments.