- 15
- 0
আজও দেবদাসী পিপাসায় জেগে
নিজস্ব শ্রাবণদিনে ফিরবে বলেও ফেরোনি
সেই থেকে
দুয়ারসিনির ঝাঁঝি শ্যাওলায় পা আটকে
স্থবির কতকাল --
নদী তার চিতোনো বুকে আকাশকে টেনে আনে
গুনগুন বুনে যায়
মেরা কুছ সামান---
আমার কালো চুল বেয়ে আঁধার ঝরে
ক্রমশ আরও শামুক হই
গভীর গোপনের গোপনীয়তায়, ফিসফিস করে বলি,
আমিই সেই দেবদাসী, যে তার টলটলে ঠোঁট, গ্রীবা,
নিম্ন নাভিগ্রাম ভোগ দিয়েছিল ভালোবাসার ক্রোড়ে।
একটা আফিমপপি বেড়ে ওঠে অহল্যার অন্তর কন্দরে।
0 Comments.