- 20
- 0
আলোয় ফেরা
জগতের শান্তি ও কল্যাণ কামনায় উপবিষ্ট তথাগত
শতাব্দীর সূচিভেদ্য অন্ধকার গ্রাস করে নাগরিক সভ্যতা
ঘুনপোকা সমাজের রন্ধ্রে রন্ধ্রে, স্থানুবৎ স্থিতধি সমাজ
উৎসব আজ তাণ্ডবের বিভীষিকা,কলুষিত পূজার মন্ত্র
পথ নেই,পথের সন্ধান নেই, নিস্ফলা মেদিনী
ওগো করাল বদনা মহাকাল রুপ কালি
আমাদের পথ দেখাও অসীম অনন্ত মহাশূন্যের দিকে
স্বাতী নক্ষত্রের আলোয় আমাদের উজ্জীবন হোক
মানবের হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা হোক গৌরব ও স্বাভিমানের
ঐহিকের সমবেত প্রার্থনা -ভালোবাসা মানবতা শান্তি.....
0 Comments.