- 17
- 0
ছুটি শেষের ঘন্টা
বাজলো ছুটি শেষের ঘন্টা, শেষ হয়ে গেলো এ বছরের উৎসবের মাস, আবার কর্মে ফেরার পালা, উত্তপ্ত পৃথিবীতে একাধিক দুর্যোগের পর একটু হিমেল হাওয়া বইতে শুরু করেছে। দিন ছোট হচ্ছে, ভোর রাতে দুর্বাদলের শিশির বিন্দু, আর পদ্মপাতার মুক্তকণার দেখা মিলছে। পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে ছিন্ন মেঘেদের আঁচল। আকাশ ঘন নীল, তাতে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, নীল টলটলে জলের নদী, সোনালী ধানের ক্ষেত, ঝরাপাতাদের তামাটে কার্পেট, পাতাঝরাদের আকাশের গায়ে কালচে আঁকিবুঁকি... একটু যেন অলসতা পেয়ে বসেছে সবাইকে... এদিকে কাজ জমেছে বেশ কিছু। অর্থাৎ অনেক কবিতা জমে রয়েছে, টেক টাচ টকের সাহিত্য জোন এ প্রকাশের জন্য। তার থেকে বেছে দশটি কবিতা রইলো এ সপ্তাহের জন্য। চলুন দেখে নিই তাদের...
সায়ন্তন ধর
0 Comments.