- 36
- 0
একটা চিঠি আসুক
একটা চিঠি হোক না মিঠি
তোমার হাতের ছোঁয়ায়
চিঠি দিবসে লিখো না হয়
ভরিও মিঠে ভালোবাসায়!
চিঠি লেখা ভুলেই গেছো
ভুলে গেছে দেখছি সবাই
আজকের দিনে একটি চিঠি
পেলে খুশি হতো মনটাই!
হোক না সকাল, কিম্বা বিকাল
রইবো পথপানে চেয়ে
দিন ফুরোনোর আগেই পাঠিও
উঠবে খুশিতে মন গেয়ে!
কেউ যদি আজ দেয় আমাকে
একটি খুশিভরা চিঠি
মন খুশিতে টই টুম্বুর, নাচবে মন
সখ্যতায় বাঁধবো মিঠি!
অনেক দিনের পরে আজ
আসবে কোনো চিঠি খামে
কি লিখবে জানি না তো
দিও কিন্তু আমার নামে!
চিঠি লেখার দিন নেই আর
উন্নত যোগাযোগ ব্যবস্থা
তবুও, চিঠি আসুক, চিঠি দিবসে
ফিরুক পুরোনো আস্থা॥
0 Comments.