Wed 03 December 2025
Cluster Coding Blog

কবিতায় স্বপ্না মজুমদার

maro news
কবিতায় স্বপ্না মজুমদার

প্রশ্ন

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
স্মরণে, লিখিনি এবারে সেই একঘেয়ে কবিতা
স্মরণ করেছি মননে আমি শ্রদ্ধা জানিয়েছি
নিঃশব্দ চয়ণে! 

তোমার কথা তোমার কবিতা এটুকুই নয় সবকিছু
তুমি বরেন্য, আমরা ধন্য, পেয়েছি তোমাকে অনন্য
অসাধারণ রূপে! 

সে যুগে দাঁড়িয়ে যে বিদ্রোহী মনের পরিচয় তুমি
দিয়েছো,তোমার লেখার আগুনের লেলিহান শিখা
সেদিন পরাধীনতার শিখল খুলতে জ্বালিয়েছো!

তোমার কাছে এখনও শেখার আছে আজকের
ভারতবাসীর -----
লড়াকু মনের ভীষণ প্রয়োজন আজকে মানুষের
অধিকারের হিসাব বুঝতে, শিখতে! 

দেশের সম্পদ লুটছে যারা, তাদের ধরো এবার
নেই মুক্তি আছে শাস্তি, 
খোলো আবার ওদের জন্য সেই লৌহ কারাগার! 

কেন এতো ঋণ দেশের খাতে, কে করবে দেনা শোধ
বলো তোমরা দেশের কর্ণধার, উত্তর দাও,স্বাধীন ভারতের নাগরিকের "সব প্রশ্নের। 

স্বাধীনতা কথাটির অর্থ কেন বন্দী হয় তোমাদের হাতে
সাধারণ মানুষের প্রকৃত স্বাধীনতা হলো আর,কোথায়
কবি নজরুল, তোমার কলম কি উঠতো না এমন
স্বাধীনতা পেয়েও? 
দেশ গঠনের জন্য কি সঠিক চেতনার কথা কি তুমি
লিখতে না তোমার বিদ্রোহী কলমে।।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register