Sat 25 October 2025
Cluster Coding Blog

গদ্য কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

maro news
গদ্য কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

অনিবার্যতা

আমি জানি, আমি না ডাকলেও আসবে তুমি ছত্রিশটা বছর তোমার পথ চেয়ে বসে আছি, তোমার আসার পথে সহজ নুড়ি পাথর বিছিয়েছি অ্যাসফল্ট দিয়েছি, দু-পাশে লাগিয়েছি দৃষ্টিনন্দন ফুল-পাতাবাহার বহুজনের পদদলিত সে পথ যখন ভেঙেছে সততা, সরলতা ও সত্যকথনের মালা জপে নতুন করে তা গড়ে নিয়েছি নিঃশব্দে। তোমাকে পাবার জন্য আমি কখনোই প্রার্থনা করিনি ঈশ্বরের কাছে। বরং দু'হাত পেতে একটা বড় "শূন্য" চেয়েছি। বড় অভিমানী আমি। শুধু একটা সুপ্ত বিশ্বাসে ভর করে শুধু এই পথ চাওয়া। কত লোকে কাঠখড় পোড়ালো কত কথার বারুদ ছড়ালো কত আড় চোখে ঠেরে ঠেরে দেখলো আমাকে তোমার আগমন আশঙ্কায় আগেই চর্ব্য-চোষ্য-লেহ্য-পেয় খেলো পাত পেড়ে তোমার ট্রেনের টিকিট হারিয়ে ফেললো বাসের টিকিটও। আমার রাস্তা না কি ভুলে ভরা এতো কিছুর পর তবু তুমি আজ এলে, থরথর করে কাঁপছি আমি শীতে নয়, আনন্দে। মনে হচ্ছে যে কোনো সময় মৃত্যু হতে পারে আমার। ক্রমে শান্ত হল মন। এখন প্রতীক্ষা সোনার স্বপ্নভরা আগামীর ভোরের।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register