Mon 27 October 2025
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় অনঞ্জন

maro news
সাতে পাঁচে কবিতায় অনঞ্জন

এ কোন শূন্যতা?

এই যে সহস্রাব্দের পর সহস্রাব্দ দুঃখ চেপে বসে আছ

কি লাভ হয়েছে?

পাতাল-প্রবেশে কি যমুনা-পাড়ে

এত যে চোখের জল, না দিয়েছে ছায়া, না আগুণ;

এর চেয়ে ভালো হত যদি বিদ্রোহ করতে,

কিম্বা অবজ্ঞা,

এমনকি নিষিদ্ধ জীবনেও প্রেম আসে, আসে প্রত্যাশা;

এইযে অঘোর দুপুরে একা ঘরে নিঃসঙ্গ সঙ্গীত

আর কাঁপা-কাঁপা বিশ্বাস

এরও মানে খুঁজে পাই।

তুমি আমায় বলবে শূন্যদৃষ্টিতে পাতালে প্রবেশ করতে করতে

শূন্যতার যে অর্থ তুমি খুঁজে পেয়েছিলে-

তাকেই কি রিক্ততা বলে?

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register