Sat 25 October 2025
Cluster Coding Blog

কবিতায় তাপস কুমার পাল

maro news
কবিতায় তাপস কুমার পাল

রঙ দিস না লো সই

রঙ দিস না লো সই ,রঙ দিস না । আমার সব রঙ কেড়ে নিয়ে ও চলে গেছে এই রঙ খেলার দিনে *** ও এমন রঙ খেলেছিল তাতে ওর সর্বাঙ্গ হয়েছিল লাল, আমার সিঁথির লালও কেড়ে আমার জন্য রেখে গিয়েছিল রং-হীন বিবর্ণ সাদা থান । তার সঙ্গে পরিচয় হয়েছিল এমনই এক দোল পূর্ণিমার দিনে , আমি আমার নব-যৌবনের ডালি সাজিয়ে ছিলাম একরাশ পলাশ আর কৃষ্ণচূড়ায় । ও আমার বসন-বদন রাঙিয়ে ছিল লাল আবীরে, সে রঙ লেগেছিল আমার মনের মনিকোঠায় । তারপর পরিচয় ,ভালোলাগা-ভালোবাসা মন দেওয়া-নেওয়া , দুজনে দেখা করেছি বিজনে-বিহনে । ও ছিল শিল্পী , সুন্দর ছবি আঁকতো , পাথর কেটে বানাতো অবয়ব । ওর সুন্দর একটা মন ছিল , রোজকার ছিল না তেমন । আমি ভালবেসেছিলাম ওর সুন্দর মনটাকে *** বাড়ির অমতে বিয়ে করেছিলাম -- দোল পূর্ণিমারই দিনে , রাধামাধব কে সাক্ষী রেখে । তারপর প্রেমের সঙ্গীতে জীবনটা হয়ে উঠল মধুময় আমাদের সংসারে অভাব ছিল, কিন্তু ভালোবাসা সে অভাব পূর্ণ করে দিয়েছিল , বছর ঘুরতে না ঘুরতেই ও আমার কোলে দিয়েছিল ভালোবাসার ফসল । অভাবের অক্টোপাশ চারিদিক থেকে ঘিরে ফেলেছিল , ও রাজনীতিতে যোগ দিলো । একটা বিজয় মিছিলের আগে আগে লাল আবীর ছড়াতে ছড়াতে ও ই হাঁটছিল সবার আগে । সেদিনও ছিল দোল - ঠিক কি হয়েছিল জানিনা , খবর পেয়ে যখন গেলাম দেখলাম রক্তে-আবীরের রঙ মেখে ও যন্ত্রণায় কাতরাচ্ছে । তারপর আমার সব রঙ কেড়ে নিয়ে আমায় নিঃস্ব করে ও চলে গেল দূরে -বহুদূরে ! তাই লাল আবীর দেখলে আমার ভয় হয় , পলাশ-কৃষ্ণচূড়ায় রঙ লাগলে -- মনে হয় বসন্ত বুঝি কেড়ে নিতে এলো কারো তরতাজা প্রাণ ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register