কবিতায় দেবযানী ঘোষাল
বিষাদের আকাঙ্ক্ষা
অসহিষ্ণু যন্ত্রনারা যখন কুঁরে কুঁরে খায়,
ভিজে থাকে অসময়ের অব্যক্তরা,
মেলতে পারে না নিজেকে বদ্ধ আবেগের মোহে,
তখন লোভ হয়...
ভীষণ লোভ হয়,
একটু রোদে গা ভাসুক আকাঙ্ক্ষার আশায়....
একটু বসন্তের হিমেল ছোঁওয়া লাগুক তার মনের পরতে পরতে...
কিন্তু না....
কে যেন বলে গেছে,
তোমার সে অধিকার নেই...
ললাট লিখন বলে গেছে তাকে....
চেরাপুঞ্জির বিষাক্ত কিটের বাসস্থান যে শ্যওলা ঘন ভিজে পাথরের খাঁজে খাঁজে....
তোমার স্থান ঐ অহমেই।
ঐ অহমের অকাল বর্ষনেই ভাসবে তোমার অনন্তকালের সুখ বৃষ্টির শুকিয়ে যাওয়া দৃঢ়প্রতিজ্ঞ সবুজে রাঙানো বৃক্ষশাখা....
যতবারই গজাবে নতুন কচি পাতা...
নিয়তির অমোঘ লিখন সেই কচি পাতাদের খসাবে প্রতিটি সূর্যের উদয় কালে....
তাই নিরাশার হিল্লোলেই থাকে ঐ শুকনো বৃক্ষ শাখা .....
বিষণ্ণ রোদের অবহেলায়.....
পরম তিতিক্ষায়.....
0 Comments.