Mon 20 October 2025
Cluster Coding Blog

কবিতায় সুশীল চন্দ্র গোপ

maro news
কবিতায় সুশীল চন্দ্র গোপ

মৃত্যু মুখে 

বলতে পার-- কোথায় আজ আমরা দাড়িয়ে ? কেউ বলল,জীবন মৃত্যুর মাঝামাঝি কারো মনে, দুঃসময়টা যাই এড়িয়ে ।
বলতে পার-- আজ কোন কাজটি ভালো করলে ? কেউ বলল, ব্যবসায় মস্ত উন্নতি করেছি, ভাঁড়ার হয়েছে ভারী, ছলে বলে কৌশলে ।
বলতে পার-- আর ক'দিন এ পৃথিবী বুকে আমরা আছি ? কেউ বলল, আমি অনেক দিন বাঁচবো, গনক কে হাত দেখিয়েছি। কিংবা বংশের গড় আয়ু বেশ লম্বা ।
বলতে পার--- তোমার দেহে ক্ষমতা শক্তি রইবে ক'দিন ? কেউ বলল, ভালো ভালো খাবার খাবো, বাঁচবো য'দিন। শক্তি হবে স্বার্থপর সিংহের মতো।
বলতে পার-- হিংসা ও অহিংসায় কি পাওয়া যায় ? কেউ বলল, অতশত জানিনে আমি এতো প্রশ্ন করো না আমায় ।
বলতে পার-- এ পৃথিবীতে কেন আসা যাওয়া ? কেউ বলল, জন্ম মৃত্যুর নিত্য খেলায়, হাসি কান্নায় অংশ নেওয়া
বলতে পার-- ভালোবাসতে অর্থের অপচয় হয় কি না ? কেউ বলল, ব্যস্ত জীবনে সময় কোথায় নিজের টা'ই সামলাতে পারি না ।
বলতে পার-- কেন আসা যাওয়া একাই করতে হয় ? কেউ বলল, অতশত জানিনে, হয়তো এতেই জয় পরাজয় ।
বলতে পার-- শত ভাবনা, আসা যাওয়ার শেষ ঠিকানা ? কেউ বলল, যা হবার দেখা যাবে এখন নিজেকে নিয়েই চিন্তা ভাবনা ।
বলতে পার-- কিসের আশায় চলছি পথ, কোন সুখে ? এবার আমি বলছি, এ জীবন ভালোবাসার, নীরবে রাস্তা মাপছি... দিবানিশি সবাই 'মৃত্যু মুখে' ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register