Mon 20 October 2025
Cluster Coding Blog

কবিতায় ছবি ধর

maro news
কবিতায় ছবি ধর

শ্রাবণহারা

শ্রাবন হারা চষা জমি উদাস হয়ে চেয়ে আছে উন্মুক্ত আকাশের দিকে l এক পশলা বৃষ্টির ঘ্রান নিবে বলে দারুণ রুক্ষতা মাটির বুকে l ভেসে যাওয়ার আকাঙ্খায় খড়কুটোরা গুটিয়েছে পাততারি -- ব্যাঙাচিরা তাদের জীবন চক্র সামলাতে হিমসিম , হরি - হরি ! ঘরের সামনে নিকোনো উঠোন শস্য শুকোয় তপ্ত বুকে l
সব আশা ভঙ্গ দিয়ে শ্রাবণহারা স্কুলছুটি গুলো বেজার মুখে , শ্রাবণে কত মাছ ধরে জেলে ,লাঙ্গলও হাসে চাষার সুখে l ময়ূরের নাচ দেখেই বর্ষামঙ্গল গায় মাঝি ভাই , ঝড়ো ঝড়ো , ছলো ছলো শ্রাবণ হারা হয়েছি সবাই l পানকৌড়ি বসে ফুঁপিয়ে কাঁদে মাছরাঙা আর জলপিপির দুঃখে l

কামগন্ধী কিংখাব

ভোরবেলা প্রচন্ড জোড়ে বৃষ্টির শব্দ শুনতে শুনতে ঘুমোবো ভেবে টেনে নিলাম পায়ের কাছের চাদর ; হঠাৎ রিংটোন বেজে ওঠে , বুঝতে পারি ঠিক তোমারই অন্য কারো নয় l তোমার কণ্ঠে আমার শরীরের সমস্ত তন্ত্রী বেজে ওঠে l পরতে পরতে আমার শরীর জুড়ে মুড়তে থাকে কামগন্ধী কিংখাব l আমি চোখ মেলতে পারিনা আমি মগ্ন হই , তোমার স্বর ও বাণীতে l তোমার সুর ধারায় স্নাত হয় আমার অনাবাদি জমি l আমি তোমার মাঝে সম্পৃক্ত হতে থাকি l জানালার আরশি বেয়ে জল নামে বিন্দু বিন্দু মেঘ ছুঁয়ে যায় আমায় বৃষ্টি ছুঁয়ে যায় আমায় l আমি নদী হই , বৃষ্টির তীব্রতার সাথে একাত্ম হই আপ্রাণ l ভিজে যায় আমার গায়ের রেশমি কিংখাব l
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register