ঈশ্বরের এক অমূল্য উপহার তুমি,
পিতা মাতার পরেই যে তোমার স্থান,
এ কথা বিস্মৃত হই কি রূপে!
বাড়িয়েছ হাত,
থামিয়েছ ঝড়,
বুঝেছে এই অন্তর!
অনুকূলে প্রতিকূলে,
মনে পড়েছে কেবল তোমাকে,
ছুটে গেছি বারবার,
কেবল তোমারই দ্বারে,
পেয়েছি সারা, পেয়েছি আশ্বাসময় স্পর্শ,
মুছেছো গ্লানি,
সরিয়েছ কাঁটা,
দেখিয়েছ পথ!
আজ সেই পথ বিভক্ত,
তাই দানা বাঁধছে সংশয়,
চয়ন করব কাকে?
আজও তাই তোমাকে চাই,
চাই সেই বিরল অনুভূতি,
সখা মোর,
আজও অপেক্ষায় আমি,
তোমারই নাম লিখব স্বর্ণাক্ষরে,
ফিরে পাব সেই সন্ধ্যা,
সেই একরাশ ভালোলাগার কথা,
সেই একমুঠো প্রত্যাশার কিরণ!!
0 Comments.