Mon 20 October 2025
Cluster Coding Blog

কবিতায় মানস চক্রবর্ত্তী

maro news
কবিতায় মানস চক্রবর্ত্তী

মৃত্যু উপত্যকায় একদিন

আমি একটি মৃত্যু উপত্যকা পার হয়ে এসেছি শয়ে শয়ে লাস এসেছি পায়ে মাড়িয়ে রক্তের দাগ এখনও তাতে লেগে গঙ্গা জলে শুদ্ধ করিনি নিজেকে  |
একটি ল্যাংটো কিশোর তার বাবার লাসের পাশে বসে কাঁদছিল , আমি মুছিয়ে দিইনি তার চোখের জল কান্না মানুষকে নির্মল করে | যে কাঁদতে জানে না হাজারো পাঠক্রম তাকে ক্লেদ , গ্লানি , অবজ্ঞা থেকে বাঁচাতে পারে না |
মৃত্যু উপত্যকায় আমি দেখেছিলাম বিশ্বসুন্দরীর দুটি স্তন , যা কেউ খুবলে খেয়ে খেয়ে গেছে | কে সে ? কোনো ইঁদুর ? প্যাঁচা ? অথবা কালো চুলের কোনো মাথা ? যে অনেক দিন বুভুক্ষু ছিল |
আমি দেখেছি এক উন্মাদিনী পাগলী মৃত পুরুষের ঠোঁট চুম্বন দিয়ে ছুঁয়ে দিচ্ছিল , সে কি চিনে নিতে চাইছিল এক কালে কে তার প্রেমিক ছিল ?
আমি এককালে এক যুবককে চিনতাম তাকেও দেখেছি ঐ মৃতদের ভিড়ে , কী অসম্ভব পাংশু বর্ণের ছিল তার মুখ | অহনাকে সে পায়নি এই কি তার একমাত্র দুঃখ ? প্রেয়সীকে না পেলে প্রণয় এত বিবর্ণ হয় ?
মৃত্যু উপত্যকায় আমি আর এক যুবককে দেখেছি থ্যাতলানো পুরুষাঙ্গ নিয়ে শুয়ে থাকতে , পুরো দেহ তার বুলেটে ক্ষতবিক্ষত অপরাধ তার একটিই মাতৃভূমির মুক্তি চেয়ে সে লিখেছিল একটি কবিতা |
যুবতীর পাশে শুয়েছিল এক বৃদ্ধাও বুকের মাই ঝুলে পড়েছে , চামড়াও অমসৃণ মৃত্যুতে তার এমন কিছু ক্ষতি ছিল না কিন্তু একটি নিরাপত্তাহীনতার প্রতিচ্ছবি সে উপহার দিয়ে গেল তার পরবর্তী প্রজন্মকে |
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register