Wed 22 October 2025
Cluster Coding Blog

ফার্স্ট স্টপ

maro news
ফার্স্ট স্টপ

ফার্স্ট স্টপ : পঞ্চতপা, পঞ্চতাপ

ঐ পথে তোমার ছায়ায় কেঁপে উঠলো পাঁজরা। লেখা থাকলো আমি পুরুষফুল - আমার পরিচয়। মাঠের মাঝখানে দাঁড়ানো রেফারি ঠাকুর লাল কার্ড দেখিয়েছে। মাঠ ছাড়ার আগে একটা চুমু রেফারির হাতের স্টপওয়াচটিকে। সময়কে দিলাম একটা লাল কাউবয় ক্যাপ। আমার বাঁহাতে ছিঁড়ে যাওয়া ভেনকে চুষে গলা ভেজালাম মাঠের বাইরে এসে। একবার ফিরে তাকালাম, চোখে এলো যা তা ভয়ঙ্করতম দৃশ্য আর সেই ছবি থেকে শিখলাম যা তা সবাইকে জানাতেই এই খোলা চিঠি। মাঠে ঘাস আর চিয়ারলিডার্স দুই থাকে। ঘাস খেলারই অঙ্গ আর চিয়ারলিডার্স খেলাটার অঙ্গভঙ্গি। এই দুইই কিন্তু খেলা নয়, খেলা লেখার খেলা এরা। এবার বাকি রক্তটুকু শুষে নেবো সব, বড় তৃষ্ণা। চোখে স্বপ্নালু ঘোর - বড় শান্তি। বলেছিলাম না, একদিন আর বাইরে আগুন জ্বালাবো না
‘অত্তাহি অত্তনো নাথো কোহি নাথো পরসিয়, আত্মদীপ ভব।'

শাল্যদানী

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register