মাঝে মাঝে নিষিদ্ধ টিলায় বেড়াতে যাওয়া ভালো, সুখ আর দুঃখ তখন হাত ধরে চলে
ছায়া ঘেরা আশ্রয়ে বসন্ত বিকেলে, বিকেলের শেষ ট্রেন চলে গেলে জ্বলে ওঠে আলো
স্কুল ধানক্ষেত বড়ো রাস্তার পাশে কেইবা
প্রদীপ জ্বালালো ,বলুক যা খুশি বলে লোকে
ভালবাসা হলে হাওয়ায় আবীর লাগে নক্ষত্র মন্ডলে তবে সে কি পাপ সে কি অমাবস্যার মতো
কালো ,ভেবে দেখেছো কি এ পর্যন্ত বলার পর পেয়েছো সমীহ ,বাস্তব হয়তো অতটা করুণ নয়
যতটা রাস্তার পাশে বসে থাকা 'স্ট্রিট রোমিও'.....
0 Comments.