Mon 20 October 2025
Cluster Coding Blog

কবিতায় সুজাতা দাস

maro news
কবিতায় সুজাতা দাস

তবু ছুঁয়ে থেকো

দৃশ্যত কাছে থেকো না হয় অনুভবে নয়--
দৃষ্টিগোচরে থেকো, না হয় ঠিক পাশেতে নয়--
তবু প্রতিটি সফল সঙ্গমের পর, সিক্ত বিরাণভূমি--
পরাজিত সেনানীর যাবতীয় অস্ত্র সমর্পণ--
এইভাবে, বারে বারে বুনে দিয়ে যাও প্রেম--
তার কতো নক্সা, সোজা উল্টো ঘর ফেলা, ঘর তোলা--
অসম্মানের আত্মযাপন আ-শরীর জড়িয়ে নিই বারংবার!
তবু ছুঁয়ে ছুঁয়ে থাকি, আরো একবার মৃত্যুকে ছুঁয়ে দেবো বলে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register