কিছুকি পড়ছে মনে?
কি ছিল আমার নাম? রাত জেগে বসে থাকা পাখি
দেখেছিল তার মুখ। ঘুমন্ত শিশুর মতো, সাদা
ধবধবে বিছানায়…
বাইরে তখন ঝড়। উথালপাতাল হচ্ছে বুক
তবু চেয়ে আছি স্থির। মুখের ওপর তার ছেয়ে
আছে কালো মেঘচুল। স্থির যন্ত্রণার চোরাস্রোত
গেঁথেছে গরম শিক, বিঁধে আছে চোখের ভেতর
তবুও চেয়েছি আমি, ঘুমন্ত শিশুর মুখের মতন...
কি অপরূপ সে রূপ।
তোমার আমার মাঝে, তুলে রাখা স্মৃতির বাসর
তারাদের মতো করে বেঁচে আছে আকাশের ঘরে
আড়ালে থাকব ভেবে এঁকেছি আলোর ভাঙা গলি
বারবার তাকে আমি, নামহীন ভালোবাসা বলি।
0 Comments.