Mon 20 October 2025
Cluster Coding Blog

কবিতায় প্রীতম সাহা

maro news
কবিতায় প্রীতম সাহা

চলে আসছে যা

ঘুমে বেহুঁশ একভাই রোজ-- ক্লান্তি-চিন্তাহীন; আরেক ভাই তো জাগে দেখি, নিদ্রা--শঙ্কাহীন।
কর্পোরেট মেজাজে যার-- কুনীতি--সামিল; দেশের কবর খুঁড়ছে সে ভাই, দরজায় তুলে খিল।
তত্ত্বে বাঁচে, তত্ত্ব বলে কাঁধে পীড়িতের বোঝ; গুম হলে সে ভাইটি অপর আজ, কেউ নেবেনা খোঁজ।
অনেক হল, বড্ড জোলো চাকা ঘুরবে কি? কাজে দৌড়ে বারুদ জ্বালো-- মাথায় না ঢেলে ঘি!
অনেক অনেক, অনেক ভাষণ ক্ষিদে নিভলো না। চোখের উপর আঁধার নামে, কথা উঠলো না।
একভাই রোজ কান্না দেখে-- স্বপ্ন বাঁচেনি; আরেকটি ভাই হোটেল স্টারে সঙ্গে কামিনী।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register